Wednesday, December 9, 2020

গ্রন্থের লেখকদের প্রচার ও প্রসারের জন্যে https://myrarebookshelf.blogspot.com


বহু পরিশ্রমে অনেক কিছুই ত্যাগের পরেই তৈরি হয় বই।বইটি এক সময় প্রকাশও হয়।আমরা বইক্রেতারা যেকোনো বইয়ের দোকানে গিয়ে সহজেই প্রয়োজনিয় বইটি কিনে থাকি।বই কেনার জন্যে আজকাল বই অনলাইনের মাধ্যমেও সংগ্রহ করে নিজের কাছে রাখতেও পারি। 

অনেক বই আছে বেশ ভালো বই।অনেকেই সে সব বই এবং বইটির লেখকের খবর তেমন প্রকাশ হয়না।জানার জন্যে তেমন কোনো ব্যবস্থাও ছিলনা।এই সমস্ত বই লেখকদের জন্যে আমাদের https://myrarebookshelf.blogspot.com এই অনলাইন পেজ খোলা হয়েছে।তাঁদের লেখা মূল্যবান বই এর পরিচয় সর্বসাধারণের কাছে পৌঁছে যেমন দেওয়া হচ্ছে।তেমনই বই ও লেখকের গ্রহণযোগ্যতাও বৃদ্ধি পাচ্ছে।

সেসঙ্গে পেজে লেখকের শিল্পকথা একে একে প্রকাশ করা।বাঙলা সাহিত্যে লেখকের বিশেষ অবদান থাকলে তাও জানান দেওয়া।আমরা গ্রন্থের লেখকদের প্রচার ও প্রসারের জন্যে সমস্ত রকম আন্তরিক সহযোগিতা করে থাকি। 

সর্বকালের সম্পদ হিসেবে বইকেও ধরা যেতেই পারে।বইয়ের গ্রহণযোগ্যতা সর্বকালেই।এই ডিজিট্যাল সময়েও প্রেসে ছাপানো বইটিকেই পাঠক সংগ্রহের খোঁজে থাকেন। 


No comments:

Post a Comment

Rare Bookshelf

নিরীহ নিভৃতচারী কবি চিরপ্রশান্ত

আত্মপরিক্রমার মধ্যে দিয়েই ব্রহ্ম পরিক্রমা   🔥 তৈমুর খান  🌱 আশির দশকে বাংলা কবিতাকে যিনি আত্মজীবনীর ভাষা করে তুলেছিলেন সেই নিরীহ নিভৃতচারী ...