অনেক বই আছে বেশ ভালো বই।অনেকেই সে সব বই এবং বইটির লেখকের খবর তেমন প্রকাশ হয়না।জানার জন্যে তেমন কোনো ব্যবস্থাও ছিলনা।এই সমস্ত বই লেখকদের জন্যে আমাদের https://myrarebookshelf.blogspot.com এই অনলাইন পেজ খোলা হয়েছে।তাঁদের লেখা মূল্যবান বই এর পরিচয় সর্বসাধারণের কাছে পৌঁছে যেমন দেওয়া হচ্ছে।তেমনই বই ও লেখকের গ্রহণযোগ্যতাও বৃদ্ধি পাচ্ছে।
সেসঙ্গে পেজে লেখকের শিল্পকথা একে একে প্রকাশ করা।বাঙলা সাহিত্যে লেখকের বিশেষ অবদান থাকলে তাও জানান দেওয়া।আমরা গ্রন্থের লেখকদের প্রচার ও প্রসারের জন্যে সমস্ত রকম আন্তরিক সহযোগিতা করে থাকি।
সর্বকালের সম্পদ হিসেবে বইকেও ধরা যেতেই পারে।বইয়ের গ্রহণযোগ্যতা সর্বকালেই।এই ডিজিট্যাল সময়েও প্রেসে ছাপানো বইটিকেই পাঠক সংগ্রহের খোঁজে থাকেন।

No comments:
Post a Comment